Logo
Logo
×

সারাদেশ

শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২৫৭ নেতাকর্মীর নামে ছয় মামলা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১০:৩০ পিএম

শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২৫৭ নেতাকর্মীর নামে ছয় মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের ১২৫৭ জন নেতাকর্মীর নামে গত তিন দিনে গাজীপুর জেলার বিভিন্ন থানায় পৃথক ৬টি মামলা করা হয়েছে। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানসহ আওয়ামী লীগের মোট ১২৫৭ জন নেতাকর্মীর নামে গত তিন দিনে জেলার বিভিন্ন থানায় পৃথক ৬টি মামলা করা হয়েছে। 

নগরীর গাছা ও বাসন থানায় করা দুটি হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ মামলা দুটিতে ৩৮১ জনের নাম উল্লেখ সহ ৪৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলা দুটি করেন গাছা থানার পূর্ব কলমেশর এলাকার সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. রজ্জব আলী ও গাজীপুরের তেলীপাড়ায় গুলিতে নিহত নূর আলমের বাবা কুড়িগ্রাম সদরের মোল্লাপাড়া মধ্য কুমরপুর এলাকার মো. আমির আলী (৪৪)। গাছা ও বাসন থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে কাশিমপুর থানায় হত্যাচেষ্টা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান আসামি করে ৫৬ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলা করেন মহানগরীর কাশিমপুরের লতিফপুর এলাকার আমিনুলের বাড়ির ভাড়াটিয়া মো. সোহেল রানা। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গাছা থানার মামলায় বাদী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মামলার আসামিরা তাদের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে তার ছেলে আরিফ বেপারীকে (২৮) গুলি করে হত্যা করে। মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, টঙ্গীর আওয়ামী লীগ নেতা মতিউর রহমানসহ ১১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কাশিমপুর থানার মামলার বাদী মো. সোহেল রানা এজাহারে উল্লেখ করেন, তিনি একটি কোম্পানির স্টেশনারি পণ্যের সেলসম্যান হিসেবে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করেন। গত ৪ আগস্ট বিকাল ৪টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ডে রাস্তার উপর অবস্থান করছিলেন। ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা চক্রবর্তী বাসস্ট্যান্ড অবস্থান করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকলে প্রধান আসামি আ ক ম মোজাম্মেল হকসহ অন্য আসামিরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রামদা লাঠি সোটা নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর আক্রমণ ও গুলি চালায়। এ সময় একটি গুলি তার ডান পায়ে হাঁটুর নিচে লেগে বের হয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।

এছাড়া গাজীপুরের কালীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী চুমকিসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আরও ৩টি পৃথক মামলা হয়েছে। মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, জেলা পরিষদের সদস্য ও চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১১৪ নেতাকর্মীকে আসামি করে পৃথক ওই তিনটি মামলা করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম