সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসিদের পাশে দাঁড়ান: তাহের
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১০:১১ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে গত কয়েক দিনের বন্যা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকে সুপেয় পানি, খাবার ও ওষুধ সংকটে ভুগছেন।
তিনি বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা আন্তরিক চেষ্টা চালিয়ে পানিবন্দিদের উদ্ধার ও সাধ্যমতো ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছেন। বন্যার পানি শুকানো পর্যন্ত জামায়াত-শিবিরের এ সেবা অব্যাহত থাকবে। এখন দল-মত নির্বিশেষে সবটুকু সামর্থ্য দিয়ে বানভাসিদের পাশে দাঁড়াতে হবে।
শুক্রবার ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌদ্দগ্রামের গুণবতী, চিওড়া, বাতিসা, পৌর এলাকা ও মুন্সিরহাট ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন।
ডা. তাহের বলেন, এখন রাজনৈতিক মতভেদ করার সময় নয়। এ বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রধান কাজ হওয়া উচিত। জামায়াত-শিবির নেতাকর্মীরা অতীতের মতো বর্তমানেও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী বানভাসিদের সেবায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আবুল হাসনাত মো. আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, কেন্দ্রীয় শ্রমিকল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, বর্তমান আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি কাজী মো. ইয়াছিন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, জামায়াত নেতা সৈয়দ হারুন, আইয়ুব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিমসহ সংশ্লিষ্ট ইউনিয়নের জামায়াত-শিবির নেতারা।
এর আগে সকালে নেতাকর্মীদের একটি বিশাল বহর সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে অভ্যর্থনা জানায়। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির এ সময় গরিব ও অসহায় মানুষ সাবেক এমপি ডা. তাহেরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।