
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম
কুমিল্লায় একটি কোম্পানির ডিপোতে ভয়াবহ আগুন

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১০:০৬ পিএম
আরও পড়ুন
কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড উত্তর রামপুরের প্রাণ কোম্পানির ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে দেখা গেছে।
অগ্নিকাণ্ডে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। শুক্রবার দুপুর ২টায় কোম্পানির ২নং ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, জুমার নামাজের পর প্রাণ কোম্পানির ডিপোতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে অক্ষম হলে পরবর্তীতে একে একে ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ সময় স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন বয়সের লোকজন কাঁধে পাইপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করেন।
প্রাণ কোম্পানির ডিআইসি ফোরকান উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ কোম্পানির চিপস, চানাচুর, চাল, ডাল, সরিষা তেল, লবণ, ডিটারজেন্ট পাউডার, হারপিক, অলটাইম প্রোডাক্টের পাউরুটি, কেক, মধুবন, টোস্ট, রোল, চকলেট, কনফেকশনারিসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মীর মারুফ জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।