Logo
Logo
×

সারাদেশ

গাজীপুর সিটিতে চাকরি স্থায়ীকরণ করার দাবিতে বিক্ষোভ 

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি 

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম

গাজীপুর সিটিতে চাকরি স্থায়ীকরণ করার দাবিতে বিক্ষোভ 

গাজীপুর সিটি করপোরেশনের মাস্টার রোল ও চুক্তিভিত্তিক বিভিন্ন পদে কর্মরত চাকরি স্থায়ীকরণে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনে খোদ নগরভবনে ভেতরে ঢুকে বিক্ষোভে ফেটে পড়েন সিটির ৮টি অঞ্চলের সহস্রাধিক কর্মচারী। 

বিক্ষোভকারীরা দুই দলে বিভক্ত হয়ে সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নানের কাছে তার কার্যালয়ে দেখা করে স্মারকলিপি ও আবেদন জমা দেন।

বিক্ষোভকারীরা জানান, আমাদের ১২২৫ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে আনলিমিটেড মেয়াদে ৫২৫ জন আর এক বছর চুক্তিতে ৭০০ জনকে অস্থায়ী নিয়োগ দিয়েছে সিটি করপোরেশনের বিভিন্ন পদে। সম্প্রতি সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র জায়েদা খাতুন চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেন। কিন্তু তা আর হয়ে উঠেনি। নতুন প্রশাসক সাবিরুল ইসলামের কাছে জোর দাবি করছি আমাদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবদুল হান্নান জানান, বিষয়টি আগেই আমরা স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছি। প্রতি উত্তর কপি পাইনি। কপি পেলে সমাধান হবে আশা করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম