Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দির ভাঙচুরের অভিযোগ

Icon

বান্দরবান প্রতিনিধি 

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম

আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দির ভাঙচুরের অভিযোগ

বান্দরবানে আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দির ভাঙচুরের অভিযোগ

বান্দরবানে জেলা আওয়ামী লীগের সম্পাদক লক্ষ্মী পদ দাস, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাস, আইনজীবী কাজী মোহতুল হোসেন যত্নসহ ১৬ জনের বিরুদ্ধে মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে। এছাড়া মন্দিরের নামে ৬ শতক জমি দখলের লিখিত অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বীরা। 

বুধবার বান্দরবান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন হরি মন্দির কমিটির সম্পাদক মলিন কান্তি দাশ। উপস্থিত ছিলেন মন্দিরের জমিদাতা দূর্গাপদ সেনসহ ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বীরা। সংবাদ সম্মেলনে মলিন কান্তি দাশ অভিযোগ করে বলেন, ২০১৭ সালে জেলা আ.লীগ সম্পাদক লক্ষ্মী পদ দাস, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাস, আইনজীবী কাজী মোহতুল হোসেন যত্নের নেতৃত্বে দলবল নিয়ে হামলা করে মন্দির ভাঙচুর করে। 

পরবর্তীতে মন্দিরের ৬ শতক জমি দখল করে নেন। তৎকালীন সময়ে পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও ক্ষমতাধরদের প্রভাবে কোনো সুবিচার পায়নি। 

এদিকে অভিযুক্ত আ.লীগ নেতারা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত মামুনুর রশীদ ও অসিম বড়ুয়া বলেন, মন্দির ভাঙচুরের বিষয়ে আমরা কিছুই জানি না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম