খুলনায় লুটপাটের অভিযোগে বিএনপির ছয় নেতাকে শোকজ
খুলনা ব্যুরো
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত
খুলনা জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলুসহ ছয় নেতাকে লুটপাটের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী মঙ্গলবার এ নোটিশ দেন।
শোকজ নোটিশ পাওয়া অন্য নেতারা হলেন- কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ সরদার, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল, যুগ্ম সম্পাদক মাসুম হাজরা, বিএনপি কর্মী মিঠু গাজী ও যুবদল কর্মী রায়হান সরদার।
তাদের পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির দপ্তরে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে কোথায়, কী লুটপাটের অভিযোগ ওঠায় তাদের শোকজ করা হয়েছে- তা জানা যায়নি।
এর আগে হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১০ আগস্ট পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মণ্ডলকে দল থেকে সাময়িক বহিষ্কার এবং রূপসার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির পাঁচ নেতাকে শোকজ করা হয়েছিল।