Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে স্কুলছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড 

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১০:৩৪ পিএম

জয়পুরহাটে স্কুলছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড 

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে সাত বছরের শিশু শুভ হত্যা মামলায় রেজাউল করিম ফকির নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই পৌরসভার মুন্সিপাড়া মহল্লার আব্দুস সাত্তার ফকিরের ছেলে। নিহত শুভ কালাই কাকলী শিশু নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ৩ মার্চ কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকার আব্দুল গফুর তোতার ছেলে কালাই কাকলী শিশু নিকেতনের ২য় শ্রেণীর ছাত্র ৭ বছরের শিশু শুভ বাড়ির পাশে খেলছিল। সেখান থেকে সে নিখোঁজ হওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। পরে অজ্ঞাত স্থান থেকে দুষ্কৃতকারীরা তাকে অপহরণ (কিডন্যাপ) করা হয়েছে বলে মোবাইল ফোনে জানানোর পরদিন শুভর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শুভর বাবা বাদী হয়ে কালাই থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত এ রায় দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম