Logo
Logo
×

সারাদেশ

বদলি ঠেকাতে মরিয়া সাতকানিয়া সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা

Icon

সাতকানিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৯:৫৬ পিএম

বদলি ঠেকাতে মরিয়া সাতকানিয়া সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা

সাতকানিয়া সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবিএম বখতেয়ারকে বদলি করা হয়েছে। গত ১৮ আগস্ট হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়ন ভূমি অফিসে তাকে পদায়ন করা হলেও বদলি ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। 

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর সাতকানিয়ায় বদলি হয়ে আসার পর থেকে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার কার্যালয়ের কাছেই তার কর্মস্থল হওয়ার সুবাদে কৃষিজমি, পুকুর ভরাট, পাহাড়ি টিলার শ্রেণি পরিবর্তন, নামজারিসহ ভূমি অফিসে তার নেতৃত্বে কোটি টাকার দালালচক্র পোষার অভিযোগ রয়েছে। সেটি কব্জায় রাখতেই মূলত বদলি ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন এই কর্মকর্তা। 

রোববার (১৮ আগস্ট) বদলি আদেশের পর সোমবার-মঙ্গলবার অফিসে হাজিরা দিয়েই তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ধরনা দিতে যান বলে জানা গেছে। 

মঙ্গলবার কর্মস্থল থেকে তার অবমুক্তি নেওয়ার কথা থাকলেও তিনি তা নেননি বলে জানা গেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে। বদলি হওয়া ভূমি উপসহকারী কর্মকর্তা এবিএম বখতেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, বদলির আদেশ পেয়েছি। তবে এখনো অবমুক্ত করা হয়নি। 

চট্টগ্রাম জেলা রেভিনিউ কালেক্টর (আরডিসি) পান্না আক্তার বলেন, বদলি ঠেকানোর কোনো সুযোগ নেই; যার যার কর্মস্থলে তাকে যোগদান করতে হবে। অন্যথায় বুধবার থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে। পুকুর ভরাট, পাহাড়ি টিলার শ্রেণি পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বিষয়গুলো খতিয়ে দেখা হবে। অনিয়ম থাকলে যেখানেই থাকুক ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম