ময়মনসিংহ সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছেন বিভাগীয় কমিশনার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:৫০ পিএম
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। সোমবার বিকাল ৫টায় ময়মনসিংহ নগর ভবনে সিটি মেয়রের কক্ষে বসে দায়িত্ব বুঝে নেন বিভাগীয় কমিশনার।
পরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি করপোরেশনের সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি কর্মকর্তাদের কাছ থেকে সিটি করপোরেশনের বর্তমান অবস্থা ও চলমান উন্নয়ন কাজের বিষয়ে বিস্তারিত জানতে চান।
সভায় তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে টিমওয়ার্ক নিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, যে যতক্ষণ দায়িত্ব আছেন ততক্ষণ জনগণের সেবার চেষ্টা করুন।
মসিক প্রশাসক ৩ দিনের মধ্যে নগরের পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন আনা, মশক নিধন কার্যক্রম জোরদার, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম কার্যক্রম শেষ করা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, সচিব মো. আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞাসহ অন্যান্য বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।