
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পিএম
নির্মাণাধীন বাসার ছাদে মিলল শিশুর লাশ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:৪৬ পিএম

আরও পড়ুন
গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন বাসার ছাদ থেকে সোহান মিয়া (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাটের জিসান পাম্প এলাকার মহাসড়কসংলগ্ন পশ্চিম পাশের আজিজার রহমানের (চেয়ারম্যান) বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
সোহান মিয়া ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় হঠাৎ করে দ্বিতীয়তলার ছাদের নির্মাণাধীন একটি পিলারের রডের উপর আটকে থাকা অবস্থায় সোহান মিয়ার মরদেহ দেখা যায়। বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।
এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে সোহান নামের শিশুটি কিভাবে মারা গেল সেটি খতিয়ে দেখা হচ্ছে।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী জানান, ওই স্থান থেকে সোহান মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন তিনি।