Logo
Logo
×

সারাদেশ

‘প্রশাসন ও পুলিশের ভীতি দূর করতে উপদেষ্টারা কাজ করছেন’

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৮:৩২ পিএম

‘প্রশাসন ও পুলিশের ভীতি দূর করতে উপদেষ্টারা কাজ করছেন’

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক বলেছেন, প্রশাসন ও পুলিশের ভীতি দূর করতে উপদেষ্টারা কাজ করছেন। দেশের সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সোমবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 
এ সময় সবাইকে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

উপদেষ্টার সঙ্গে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল শোয়েব আহমদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেজামিন শারবীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রেণি-পেশার লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে তিনি তার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে প্রথমে প্রয়াত পিতামাতার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম