Logo
Logo
×

সারাদেশ

মদনে সমন্বয় সভায় আ.লীগের ৬ চেয়ারম্যান অনুপস্থিত

Icon

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম

মদনে সমন্বয় সভায় আ.লীগের ৬ চেয়ারম্যান অনুপস্থিত

নেত্রকোনার মদন উপজেলা পরিষদ সমন্বয় সভায় আওয়ামী লীগের ৬ চেয়ারম্যান উপস্থিত হননি। উপজেলা নির্বাহী অফিসার ও সমন্বয় কমিটির সভাপতি মো. শাহ আলম মিয়া অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। 

সোমবার উপজেলা পরিষদ সমন্বয় কমিটির সভা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মদন উপজেলার ৮ ইউপি চেয়ারম্যানের মধ্যে ৬ চেয়ারম্যান গা-ঢাকা দেন। এতে স্থবির হয়ে পড়ে ইউনিয়ন পরিষদ কার্যক্রম। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ। 

রোববার উপজেলার কাইটাইল ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাফায়েত উল্লাহ রয়েলকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেন। 

অনুপস্থিত চেয়ারম্যানরা হলেন- ১নং কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল, ৩নং মদন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের ইউনিয়ন সভাপতি খায়রুল ইসলাম আকন্দ, ৪নং গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম খান মামুন, ৫নং মাঘান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাসুদ, ৬নং তিয়শ্রী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, ৭নং নায়েকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আওয়ামী লীগ নেতা হাদিস উদ্দিন সোমবার সমন্বয় সভায় যোগদান করেনি। 

উপজেলা নির্বাহী অফিসার ও সমন্বয় কমিটির সভাপতি মো. শাহ আলম মিয়া অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সমন্বয় সভায় সবাইকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়; কিন্তু আওয়ামী লীগের ৬ চেয়ারম্যান উপস্থিত হননি। রোববার কাইটাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েলের অপসারণের দাবিতে এলাকার জনগণ বিক্ষোভ মিছিল করেছেন বলে শুনেছি। 

অনুপস্থিত চেয়ারম্যানদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম