![গফরগাঁওয়ে পৌরসভার মেয়র আটক](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/19/image-840119-1724066811.jpg)
গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমন। ফাইল ছবি
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এসএম ইকবাল হোসেন সুমনকে আটক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জনতা।
সোমবার দুপুরে গফরগাঁও পৌরসভা কার্যালয়ে অফিস করতে এলে তাকে আট করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সদস্যরা মেয়র সুমনকে থানা হেফাজতে নেয়। এ বিষয়ে গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।
মেয়র এসএম ইকবাল হোসেন সুমন থানা পুলিশ হেফাজতে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।