পেছনের দরজা দিয়ে পালালেন গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৮:৪০ পিএম
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার মোল্লা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন গাজীপুর জেলা ছাত্র সমন্বয়করা। অন্যদিকে প্যানেল মেয়র আনিসুর রহমান আরিফ পদত্যাগ করেছেন।
রোববার সকালে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে কয়েকশ শিক্ষার্থী মহানগরীর রথখোলা এলাকায় জেলা পরিষদে ঢুকে পড়েন। বাইরের গেটের কলাপসিবল গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে দেরি হয়। এ সুযোগে পেছনের দরজা দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার মোল্লা পালিয়ে যান।
প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আরিফকে অফিসে উপস্থিত পেয়ে শিক্ষার্থীরা পদত্যাগ করতে বললে তিনি পদত্যাগ করেন।
পরে সমন্বয়করা সাংবাদিকদের জানান, ফ্যাসিবাদের দোসর এখানে বসতে পারে না। তাই আমরা গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও তাদের সহযোগীদের পদত্যাগ চাই। ভোট চোরদের দোসর মোতাহার মোল্লা আজও চুরি করে পালিয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা ভাঙতে আসেনি, আমরা সংস্কার ও গড়তে এসেছি।