Logo
Logo
×

সারাদেশ

আন্দোলনে গুলিবিদ্ধ কলেজছাত্র ইমন না ফেরার দেশে 

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০২:২৭ পিএম

আন্দোলনে গুলিবিদ্ধ কলেজছাত্র ইমন না ফেরার দেশে 

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেটে গুলিবিদ্ধ টাঙ্গাইলের গোপালপুরের কলেজছাত্র ইমনের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজারের মৃত জুলহাস উদ্দিনের ছেলে। সে মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে। এরপর হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়।

জানা যায়, গত ৪ আগস্ট বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন ইমন। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

ইমনের মা রিনা বেগম বলেন, বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছিল ইমন। ওকে (ইমনকে) আন্দোলনে যেতে নিষেধ করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি। 

চার ভাইবোনের মধ্যে সবার বড় হওয়ায় অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। টিউশনি করে নিজের পড়াশোনার পাশাপাশি সংসার চালিয়ে ছোট তিন ভাইবোনকেও স্কুলে ভর্তি করায় ইমন। অত্যন্ত মেধাবী ইমন স্বপ্ন দেখতেন, একদিন সংসারের দুঃখ দূর করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম