Logo
Logo
×

সারাদেশ

বিজিবি টহল দলের ওপর কয়লা চোরাকারবারিদের হামলা

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০২:১৬ পিএম

বিজিবি টহল দলের ওপর কয়লা চোরাকারবারিদের হামলা

বিনা শুল্কে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে কয়লার চালান জব্দ করতে গিয়ে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশের (বিজিবি) টহল দলের সদস্যরা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার ২৮ বিজিবির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিওপির টহল দলের ওপর ওই হামলার ঘটনাটি ঘটেছে।

চোরাকারবারিদের সংঘবদ্ধ হামলায় ছুড়ে দেওয়া পাথরের আঘাতে বিওপির কমান্ডার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাফর মাথা ফেটে গিয়ে আহত হয়েছেন।

আহত ক্যাম্প কমান্ডারকে উপজেলার লাকমা পশ্চিমপাড়া বাজারে পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বিওপিতে নিয়ে যাওয়া হয়।

রোববার সকালে তাহিরপুর উপজেলার লামকা সীমান্ত গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ কয়লা চোরাকারবারি চক্রের সদস্য বিজিবির নজর এড়িয়ে ভারতীয় সীমানায় থাকা মেঘালয় পাহাড়ের বিভিন্ন কূপ থেকে কয়লা উত্তোলনের জন্য অবৈধভাবে অনুপ্রবেশ করে।

বিকালে প্রায় দেড় থেকে দুই শতাধিক বস্তায় ভর্তি করে এসব কয়লা এপারে নিয়ে আসার জন্য ২৮বিজিবির সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিয়াঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ১১৯৭-এর ৪ এস এলাকায় জড়ো করে।

বালিয়াঘাট বিওপির টহলে থাকা ক্যাম্প কমান্ডার, বিআইপি ও দুই সিপাহি ওই চোরাচালানের কয়লার সন্ধান পান। এরপর টহল দল কয়লা জব্দ করে নিয়ে যেতে শ্রমিক সংগ্রহ করতে যান। শ্রমিক না পেয়ে সন্ধ্যায় টহল দল নজরধারিতে থাকা চোরাচালানের মাধ্যমে এপারে নিয়ে আসা কয়লার চালানের দিকে এগোতে থাকলে সংঘবদ্ধ চোরাকারবারি বিজিবির টহল দলের ওপর ইটপাটকেল পাথর নিয়ে হামলা করতে থাকে।

এরপর এলাকার লোকজন এগিয়ে এসে আহত ক্যাম্প কমান্ডার ও বিজিবির টহল দলকে নিরাপদে স্থানীয় বাজারে সরিয়ে নিয়ে আসে। সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা।

রোববার সকালে হামলার ঘটনা জানতে কমান্ডার হাবিলদার স্বপন দেবনাথের সরকারি মোবাইল ফোনে কল হলে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য নায়েব সুবেদারকে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে, হামলার বিষয়টি সিও মহোদয়কে জানানো হয়েছে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম