পটিয়ায় সড়কে প্রাণ গেল বাবা-ছেলেসহ তিনজনের
চার জেলায় আরও ৬ প্রাণহানি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০২:১৪ এএম
ফাইল ছবি
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা-ছেলেসহ তিনজনের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি ইন্স্যুরেন্স কোম্পানির দুই কর্মকর্তা ও চালক নিহত হয়েছেন। এ ছাড়া ফেনীর দাগনভূঞা, শেরপুরের নালিতাবাড়ী ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাণহানি হয়েছে আরও তিনজনের। প্রতিনিধিদের পাঠানো খবর-
পটিয়া (চট্টগ্রাম) : মনসা পূজা শেষে নগরীর বাসায় ফেরার পথে ট্রলির ধাক্কায় বাবা-ছেলে ও তাদের বহনকারী অটোরিকশাচালক নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-লিটু কুমার ধর তার বাবা শ্রীকান্ত ধর এবং অটোরিকশাচালক উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লড়িহড়া এলাকার আবদুল কাদেরের ছেলে আলী আজগর।
চান্দিনা (কুমিল্লা) : শনিবার বেলা ২টায় চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাইভেটকারটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা মুজাম্মেল হোসেন, শাখাওয়াত, প্রাইভেটকারচালক হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকের স্ত্রী।
দাগনভূঞা (ফেনী) : দাগনভ‚ঞার দুধমুখার ওলাল মিয়া টেকে শনিবার দুপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে যাত্রী কেশব চন্দ্র আচার্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ তিনজন। নিহত কেশব চন্দ্র আচার্য নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুরের রাজেন্দ্র কুমার আচার্যের ছেলে।
শেরপুর : নালিতাবাড়ীতে ট্রাকচাপায় মোয়াজ্জেম হোসেন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছে শামীম ও জাহিদ নামে আরও দুই আরোহী। শুক্রবার বিকালে নালিতাবাড়ী পৌর শহরের নয়ানিকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদী গ্রামের ছামাতুল্লাহর ছেলে। আহতরা চরজঙ্গলদী গ্রামেরই বাসিন্দা।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার যাত্রী কলেজ কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ফুলবাড়ী-বালারহাট সড়কের ছড়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলচালক আহত হয়েছেন। নিহত নজির হোসেন উপজেলার কবিরমামুদ গ্রামের আজাহার আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী।