কাউনিয়ায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, অতঃপর...
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১০:১৪ পিএম
কাউনিয়ায় সম্পা খাতুন (২৫) নামের এক নারী স্বামীর মারধরে নিহত হয়েছেন। বিষয়টি ভিন্নখাতে নিতে তার মুখে বিষ ঢেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী।
হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার রাতে সম্পা খাতুন মারা যান। সম্পা শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ গ্রামের আলেফ উদ্দিনের ছেলে শাহ আলমের ছেলে। ৭ বছর আগে তাদের বিয়ে হয়। নিহত সম্পার ভাই শাহজাহান আলী বলেন আমার বোনের বিয়ের সময় এক লাখ টাকা যৌতুক দিয়েছি। তবুও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে আমার বোনকে নির্যাতন করত।
১৩ আগস্ট রাতে আমার বোনকে পরিবারের লোকজনের সহায়তায় পিটিয়ে মুখে বিষ ঢেলে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা হাসপাতালে যাওয়ার আগেই শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। শুক্রবার রাতে সম্পা মারা গেছে। রাজারহাট ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন এ বিষয়ে একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।