Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

Icon

চট্টগ্রাম ব্যুরো ও মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম

চট্টগ্রামে শেখ হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।

মামলার এজাহারে বাদী পারভেজ উল্লেখ করেন, আমার ভাতিজা তানভীর ছিদ্দিকী নগরীর আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। গত ১৮ জুলাই দুপুর অনুমান ২টা ৪০ মিনিটে শাটডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করে মুরাদপুর থেকে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারের সামনের সড়কে অবস্থান করে। 

ওই দিন বিকাল ৪টা ২০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশে বিবাদীরা ধারালো চাপাতি, কিরিচসহ মারাত্মক আগ্নেয়াস্ত্র চান্দগাঁও ওয়াপদা অফিসের দিক থেকে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আমার ভাতিজা তানভীর ছিদ্দিকীসহ অন্য শিক্ষার্থীদের দিকে ইটপাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি বর্ষণ করতে থাকে।

এতে আমার ভাতিজা তানভীর ছিদ্দিকী গুলিবিদ্ধ হয়। কোটা সংস্কার আন্দোলনকারীসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। একই স্থানে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বহদ্দারহাট কাঁচাবাজার মুদির দোকানের কর্মচারী পথচারী সাইমন প্রকাশ মাহিন (১৬) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রলীগের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর এসলারুল হক, শৈবাল দাশ সুমন ও নুর মোস্তফা টিনু প্রমুখ।

প্রসঙ্গত, এ নিয়ে পাঁচ দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা হলো।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম