Logo
Logo
×

সারাদেশ

সাগর-রুনি হত্যার পেছনে শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপি নেতা

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১১:৩৫ এএম

সাগর-রুনি হত্যার পেছনে শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপি নেতা

বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বলেছেন, দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা জীবন দিয়ে জালিম সরকারকে উৎখাত করেছে। সব খুনিদের বিচারের আওতায় আনা হোক।

শুক্রবার বিকালে বেলকুচি উপজেলা সদরের আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও সমাবেশে তিনি এসব কথা বলেন। 

খুনি হাসিনা সরকারের শাসনামলে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার তদন্ত রিপোর্ট প্রকাশের সময় ১১৮ বার পেছানো হয়েছে। গত ১৫ বছরে সাগর রুনি হত্যার কোনো বিচার হয়নি। শাপলা চত্বরে হেফাজতে ইসলামসহ দেশের সব আলেম ওলামা ও সেনাবাহিনীর সদস্য হত্যার বিচার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আমিরুল ইসলাম বলেন, সারা দেশের সঙ্গে সঙ্গে বেলকুচিতে গণতন্ত্রের বাতাস বইছে, শান্তি ও সমৃদ্ধির বাতাস বইছে। আমাদের নেতারা অত্যন্ত ক্ষমাশীল ও শান্তিপ্রিয়, এর মানে দুর্বলতা নই। শেখ হাসিনার ফাঁসিসহ সব খুনি, মাদক বিক্রেতা, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিচার করতে হবে।

তিনি আরও জানান, দেশনায়ক তারেক রহমানের ঘোষণা- আমার দলের কোনো নেতাকর্মী চাঁদবাজি করলে, তার প্রমাণ দিতে পারলে তাকে সাংগঠনিক ভাবে বহিষ্কার করা হবে। কিন্তু খুনিরা ঘুরে বেড়াবে আর প্রশাসন তাদের গ্রেফতার না করলে আমার দলের নেতাকর্মীরা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারন করেন।

সভায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম।  এসময় জেলা বিএনপির সহ তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বণি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, এনায়েতপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার ও সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জু সিকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি এবং এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে র‌্যারি নিয়ে সমাবেশে যোগদান করেন। এছাড়া বেগম খালেদা জিয়াসহ দেশ ও জনতার কল্যাণে জন্য দোয়া করা হয়।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম