Logo
Logo
×

সারাদেশ

জুয়া খেলায় বাধা দেওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৩:৫৩ পিএম

জুয়া খেলায় বাধা দেওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা

আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় তিন শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতরা হলেন আশীষ খাদেম, রিফাত ও আমজাদ হোসেন। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে আশীষ খাদেম জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেন পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আশীষ খাদেমকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত নয় বলে জানা গেছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌরশহরের খড়মপুর কেল্লা বাবার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্র আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, খড়মপুর কেল্লা বাবার মাজার শরিফের পশ্চিম পাশে ঢাকা-সিলেট রেলপথে জুয়ার আসর বসার খবরে ছাত্ররা সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চাওয়া মাত্রই তাদের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং তাদের উদ্ধার করে।

আখাউড়া থানার ওসি মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম