পুলিশের অস্ত্র হাতে সেই যুবদল নেতা বহিষ্কার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১০:৩০ পিএম
পুলিশের অস্ত্র হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় সেই যুবদল নেতা তাহসিন জামান ওরফে রোমেলকে বহিষ্কার করা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের তাহসিন জামান ওরফে রোমেলকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল (বুধবার) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এমএন ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাহসিন জামানকে বহিষ্কার করা হয়। তার অপকর্মের কোনো দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা রাজধানীর ভাটারা থানায় আগুন দেয়। ভাটারা থানার সামনে প্রকাশ্যে একটি রাইফেল হাতে নিয়ে ছবি তোলেন যুবদল নেতা তাহসিন জামান।
পরে তার ঘনিষ্ঠজনরা সেই ছবি ফেসবুকে পোস্ট করলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এ নিয়ে যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকে ওই যুবদল নেতা আত্মগোপনে আছেন।
উপজেলা বিএনপির কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, রাজধানীর ভাটারা থানায় আগুনের ছবি ও অস্ত্র হাতে তাহসিন জামানের ছবি দেখে এটি বোঝা যায় যে, তিনি নাশকতায় অংশ নিয়েছেন। তার এমন কাজে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এতে মানুষের ধারণা হবে, বিএনপির নেতাকর্মীরা হয়তো এ ধরনের কাজে জড়িত ছিলেন।
ছবির বিষয়ে তাহসিন জামান জানান, ৫ আগস্ট বেলা সোয়া ১টার দিকে ছাত্রদের সঙ্গে মিছিল করে ভাটারা থানার সামনে পৌঁছার পর তিনি দেখতে পান, জনতা থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। যারা মিছিলে অংশ নিয়েছিলেন, তারা সড়কের ওপর কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পান। পরে ভাটারা থানার বিপরীত দিকে থাকা সেনাবাহিনীর ক্যাম্পে অস্ত্রগুলো জমা দেন বলে দাবি তার।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম যুগান্তরকে বলেন, তাহসিন জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খান যুগান্তরকে বৃহস্পতিবার সকালে বলেন, আমরা এ ব্যাপারে খোঁজ নিচ্ছি, দোষী হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।