Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ, আগুন

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৪:২০ পিএম

টঙ্গীতে কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ, আগুন

গাজীপুরের টঙ্গীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মহীন শ্রমিকরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর বিসিক পানির ট্যাংক এলাকায় এ বিক্ষোভ করে। দুপুর একটার দিকে বিক্ষুব্ধরা চলে যায়।

বিক্ষুব্ধরা জানান, চলতি বছরের বিভিন্ন সময়ে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের ছাঁটাই করায় তারা কর্মহীন হয়ে পড়েছে। তাদের বিভিন্ন কারখানায় চাকরিতে ফিরিয়ে নেওয়া ও পুণরায় নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষে সমান অধিকারের দাবি জানানো হয়। 

এ সময় বিক্ষুব্ধরা বিসিকের শাখা সড়ক অবরোধ করে সড়কের মাঝে বাঁশ ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভে যোগ দেওয়া কর্মহীন শ্রমিক রাশেদ বলেন, আমরা চাকরি ফিরে পেতে চাই। আমাদের নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য চাইনা। সমান অধিকার চাই। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা বিক্ষোভ করেছি। আগামীকাল সকাল থেকে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করব।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, কয়েক’শ শ্রমিক বিসিক এলাকার সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বেলা একটার দিকে বিক্ষুব্ধরা সড়ক ছেড়ে চলে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম