Logo
Logo
×

সারাদেশ

কোম্পানীগঞ্জে স্কুল শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:৫৮ পিএম

কোম্পানীগঞ্জে স্কুল শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমি স্কুলের তাহমিনা ইয়াছমিন নুপুরের (২৮) ওপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বসুরহাট বাজারের জিরো পয়েন্টে বসুরহাট একাডেমির পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা অভিভাবক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন-কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসাইন, চাপরাশির হাট ইসমাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, এএসএম কামাল উদ্দিন, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন বিএসসি, বসুরহাট একাডেমী পরিচালক ফারুকুল ইসলাম, মিজানুর রহমান সেলী, বসুরহাট একাডেমীর অধ্যক্ষ সাজেদা আক্তার খানম, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন প্রমূখ।

এসময় বক্তরা বলেন, একজন শিক্ষিকার ওপর এরকম নগ্ন হামলা আমাদের উদ্বিগ্ন করে। আমরা অবিলম্বে তাহমিনার ওপর বর্বরোচিত হামলাকারীদের শনাক্ত করে উপযুক্ত বিচার চাই।

প্রসঙ্গত, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে বসুরহাট পৌরসভার টিএন্ডটি রোড়ে শিক্ষিকা তাহমিনার ওপর এ হামলার ঘটনা ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম