Logo
Logo
×

সারাদেশ

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর

Icon

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১১:০২ পিএম

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর

শ্রীমঙ্গলে সেনাবাহিনীর মাধ্যমে পুলিশের অস্ত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৬টায় থানা কম্পাউন্ডে পুলিশের সব অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ হস্তান্তর করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মেজবা। 

এ সময় উপস্থিত ছিলেন- মেজর ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম ও ওসি বিনয় ভূষণ রায়। 

এ সময় মেজর মেজবা বলেন, গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর বিক্ষোভকারীদের দ্বারা শ্রীমঙ্গল থানা আক্রমণের শিকার হয়। এ সময় বিক্ষুব্ধ জনগণ থেকে পুলিশকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশের সব অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল। সেনাবাহিনীর সহায়তায় পুলিশকে সচল করা হলে পুলিশের সব অস্ত্র হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজ থেকে পুলিশি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সেই আগের মতো ফিরে যাবে বলে তিনি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম