Logo
Logo
×

সারাদেশ

জাল দলিলে দোকান দখল যুবদল নেতার

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০২:১১ এএম

জাল দলিলে দোকান দখল যুবদল নেতার

বরিশালে জাল দলিলে দুটি দোকান দখলের অভিযোগ উঠেছে সাবেক যুবদল নেতা আনোয়ার তালুকদারের বিরুদ্ধে। ৫ আগস্ট সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

আনোয়ার তালুকদার জাগুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুবদল নেতা এবং হোগলা গ্রামের মুজাহার আলী তালুকদারের ছেলে। 

ভুক্তভোগী নগরীর সাগরদী চান্দু মার্কেট এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আবু তাহের সৈকত।
 
তিনি বলেন, আমার পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ভাড়াটিয়া ছিলেন আনোয়ার। ২০১৭ সালের মার্চে আমার বাবা মারা গেলে কিছুদিন পরে আনোয়ার দাবি করেন, তিনি বাবার কাছ থেকে দোকান ক্রয় করেছেন। দলিল দেখতে চাইলে তিনি ফটোকপি দেখান। সেই দলিলের তল্লাশি দিলে জানতে পারি দলিলটা জাল। পরে জাল দলিলের বিরুদ্ধে আদালতে মামলা হয়, যা বর্তমানে চলমান। মামলা চলমান থাকা অবস্থায় দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক দোকান দখল করে আনোয়ার।

ভুক্তভোগী সৈকতের বর্তমান ভাড়াটিয়া খোকন শীল ও দুলাল দাস বলেন, আমরা দুজনে সেলুন ও লন্ড্রির ব্যবসা করি বহু বছর ধরে। হঠাৎ ৫ আগস্ট আনোয়ার আমাদের দোকান থেকে নামিয়ে তালা লাগিয়ে দেয়। 

তবে এসব অভিযোগ অস্বীকার করে আনোয়ার বলেন, ওই দোকান আমি কিনেছি, তাই দখলে নিয়েছি। 

আদালতে মামলা চলমান থাকা অবস্থায় দখলে নেওয়া যায় কিনা- এমন প্রশ্নের কোনো সদুত্তোর দিতে পারেননি তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম