Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কাছে খবর নেই

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১২:৫৮ এএম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কাছে খবর নেই

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবদুল্লাহ (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

রোববার দিবাগত রাতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। 

তবে সোমবার রাত ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টা হয়ে গেলেও তার মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ।

নিহত আবদুল্লাহ নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম ওরফে ইউসুফ ফকিরের ছেলে। 

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা জানায়, রোববার দিবাগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩/১ এস-এর মধ্যবর্তী এলাকা দিয়ে আবদুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি চোরাই গুরু আনার জন্য ভারতের তিন কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় জঙ্গিপাড়া ইটভাটার কাছে চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে আবদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়। 

তবে সোমবার রাত ১১টা পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি বিএসএফ। 

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানান, আমরা ঘটনার খবর পেয়েছি, তবে নিশ্চয়তা দিতে পারছি না। কারণ আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের জানাবে বলে জানিয়েছে। 

এ সময় মরদেহের ছবি সংবাদকর্মীদের হাতে এসেছে- এমন তথ্যের কথা জানালে, ৫৩ বিজিবি অধিনায়ক বলেন, আমরা এখনও পাইনি। অথেনটিক সোর্স থেকে আমরা এখনও কোনো তথ্য পাইনি। তবে আমরা যোগযোগ রাখছি। তথ্য পেলে আপনাদের জানাবো। 

মনির-উজ-জামান পরে জানান, আমরা কোনো খবর পাইনি। আমরা নিখোঁজের খবর পেয়েছি। 

সোমবার রাত ১১টার দিকে তিনি রঘুনাথপুর সীমান্তে অবস্থান করছেন বলেও জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম