দুই বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:৩৩ পিএম
![দুই বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/12/image-836976-1723444404.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর ছুরিকাঘাতে আব্দুর রাহিম (১৬) নামের এক যুবক নিহত হয়েছে।
রোববার রাত ১১টার দিকে পৌর এলাকার ৭নং ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একই এলাকার জামাল পাশার দুই ছেলে শাকিল (২০) ও মারুফ (১৬) নামের ২ যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদেরকে নবীনগর থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বাড়ি একই এলাকায়।
নিহতের মামা জিয়াউর রহমান বলেন, পার্টি আছে বলে রাহিমকে বাসা থেকে নিয়ে যান তারা। পরে নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে আচার খাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন শাকিল ও মারুফ। ঘটনাস্থলে রাহিম মারা যান। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে সেনাবাহিনীদের হাতে তুলে দেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কথা-কাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করেন তার বন্ধু শাকিল ও মারুফ। তাদের আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।