Logo
Logo
×

সারাদেশ

আ.লীগের সমাবেশ থেকে ফেরার পথে সড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

Icon

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০:২৯ পিএম

আ.লীগের সমাবেশ থেকে ফেরার পথে সড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

ছবি: যুগান্তর

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় শুভ তালুকদার (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

শনিবার দুপুর ১ টার দিকে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের মাঝিগাতি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুভ তালুকদার কোটালীপাড়া উপজেলার সেনারগাতি গ্রামের বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদারের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের (কম্পিউটার) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শনিবার সকালে কোটালীপাড়া উপজেলা চত্বরে হাজার হাজার লোক শপথ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। 

সমাবেশ শেষে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে মাঝিগাতি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কে পড়ে যান। গতি বেশি থাকার কারণে পাকা সড়কের পাথরের সঙ্গে মাথা থেতলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, বিষয়টি তাদের জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগও করেনি।

এদিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম