সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন জেলে
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৯:১৮ পিএম
ছবি: সংগৃহীত
সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন রেজাউল পাইক নামে এক জেলে। শনিবার দুপুরে সুন্দরবনের ছবেদ আলির খালসংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বিষয়টি নিশ্চিত করেন। রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের মৃত সুরাত পাইকের ছেলে।
জানা গেছে, রেজাউল পাইক নিজের বাড়ির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনে প্রবেশ করেন। ছবেদ আলির খালসংলগ্ন এলাকায় জ্বালানি সংগ্রহকালে একটি বাঘ তার ওপর হামলে পড়ে। এ সময় প্রাণে বাঁচতে হাতে থাকা দা দিয়ে বাঘের মুখে আঘাত করেন তিনি।
একপর্যায়ে বাঘটি তাকে ছেড়ে চলে যায়। আহত রেজাউল শ্রবণপ্রতিবন্ধী বলে জানা গেছে। তিনি এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।