গলাচিপায় জামায়াতের আমিরের বাসায় ডাকাতি
গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম
পটুয়াখালী জেলা জামায়াতের আমির ও গলাচিপা সরকারি কলেজের সাবেক অধ্যাপক শাহ্ আলমের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘবদ্ধ একটি ডাকাত দল সুকৌশলে বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের ৪ সদস্যকে জিম্মি করে। এ সময় তার বাসা থেকে সাড়ে চার ভরি স্বর্ণ, ৬০ হাজার টাকা ও আসবাবপত্র নিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আল মামুন।
উলেখ্য যে, সর্বশেষ পটুয়াখালী জেলা আইনশৃঙ্খলা সভায় পটুয়াখালী জেলা জামায়াতের আমির শাহ্ আলম উপস্থিত ছিলেন। সেখানের নির্দেশনা অনুযায়ী তিনি গলাচিপা পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করেছেন।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি আমি জেনেছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।