Logo
Logo
×

সারাদেশ

১২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

Icon

সরাইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০১:২১ পিএম

১২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের উন্নতমানের বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। ২৫ বিজিবির অধীন ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল, জেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টিম এ অভিযানে অংশ নেয়।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন গত ৪ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকাগামী বালুবোঝাই ট্রাকে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে অভিনব উপায়ে ট্রাকের ভেতরে লুকিয়ে রাখা কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের সানগ্লাস এবং চশমা জব্দ করা হয়। যার মূল্য ৯ কোটি ২০ লাখ ৬৮ হাজার ১০০ টাকা।

এ ছাড়া গত ১ আগস্ট ২ কোটি ২৬ লাখ ১৮ হাজার ৮০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট ও চিনি জব্দ করা হয়। গত ৩০ জুলাই ৩ জন আসামিসহ ভারতীয় ১৪ হাজার কেজি চিনি ও ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়। যার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা।

সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাষ্ট্রীয় সম্পদ, স্থাপনা এবং ঢাকা-সিলেট মহাসড়ক সার্বক্ষণিক সচল রাখার দায়িত্বে রয়েছেন বিজিবি সদস্যরা। দিনরাত টহল কার্যক্রম পরিচালনাকালে জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় আমরা এ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হই।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগের কারণে জব্দকৃত চোরাচালানি মালামাল বিজিবির হেফাজতে রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম