হবিগঞ্জে গুলিতে নিহত সেই সেলুন কর্মচারীর পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১০:৫৪ পিএম
হবিগঞ্জে আওয়ামী লীগ নেতাদের গুলিতে নিহত সেলুন কর্মচারী রিপন শীলের (২৭) পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ নিজের পক্ষ থেকে ৫০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেন। তখন নেতারা নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, শাহ আলম চৌধুরী মিন্টু, আলমপনা চৌধুরী মাসুদ, ইব্রাহিম খলিল সোহেল, আরিফে রব্বানী টিটু, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, রায়েদ চৌধুরী রিংকু, ইলিয়াছ আলী প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ নেতারা গুলি ছুড়লে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেওয়া রিপন শীল নামে এক সেলুন কর্মচারী গুলিতে নিহত হয়। তিনি শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা রতন শীলের ছেলে। এ ঘটনায় ২ শতাধিক লোক আহত হন।