Logo
Logo
×

সারাদেশ

বঙ্গবন্ধু মুক্তমঞ্চের নাম মুছে ‘শহিদ আবু সাঈদের’ নামে করার দাবি

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৯:৩৬ পিএম

বঙ্গবন্ধু মুক্তমঞ্চের নাম মুছে ‘শহিদ আবু সাঈদের’ নামে করার দাবি

বান্দরবানে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকালে বান্দরবানে মুক্তমঞ্চের সামনে আয়োজিত কর্মসূচি থেকে তৃতীয় কোনো রাজনৈতিক সংগঠন এ সুযোগ নিতে এলে তাদেরও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

তারা জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ ও বঙ্গবন্ধু পাঠাগারের নামটি পরিবর্তন করে শহিদ আবু সাঈদ মুক্তমঞ্চ ও আবু সাঈদ পাঠাগার নামে নামকরণের দাবি জানান। এ দাবিতে ইতোমধ্যে ছাত্রজনতা ব্যানার লাগিয়ে দিয়েছে।

এ সময় বান্দরবানসহ সারা দেশে দুর্বৃত্তের হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী পতাকা হাতে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইমা রহমান সাইন, প্রধান সমন্বয়ক খালেদ বীন নজরুল, জমির উদ্দিন, মিসবাহ উদ্দিন, হাবিব আল মাহমুদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম