বঙ্গবন্ধু মুক্তমঞ্চের নাম মুছে ‘শহিদ আবু সাঈদের’ নামে করার দাবি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৯:৩৬ পিএম
বান্দরবানে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকালে বান্দরবানে মুক্তমঞ্চের সামনে আয়োজিত কর্মসূচি থেকে তৃতীয় কোনো রাজনৈতিক সংগঠন এ সুযোগ নিতে এলে তাদেরও প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
তারা জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ ও বঙ্গবন্ধু পাঠাগারের নামটি পরিবর্তন করে শহিদ আবু সাঈদ মুক্তমঞ্চ ও আবু সাঈদ পাঠাগার নামে নামকরণের দাবি জানান। এ দাবিতে ইতোমধ্যে ছাত্রজনতা ব্যানার লাগিয়ে দিয়েছে।
এ সময় বান্দরবানসহ সারা দেশে দুর্বৃত্তের হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী পতাকা হাতে নিয়ে এ কর্মসূচিতে অংশ নেয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইমা রহমান সাইন, প্রধান সমন্বয়ক খালেদ বীন নজরুল, জমির উদ্দিন, মিসবাহ উদ্দিন, হাবিব আল মাহমুদ প্রমুখ।