Logo
Logo
×

সারাদেশ

ওঝার কাছে নিয়ে যাওয়াই কাল হলো হেলেনার

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৩:২০ পিএম

ওঝার কাছে নিয়ে যাওয়াই কাল হলো হেলেনার

ডাসারে বাগানে পাকা তাল কুড়াতে গিয়ে বিষধর সাপের ছোবলে হেলেনা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

হেলেনা উপজেলার ডাসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. মজিবর সরদারের স্ত্রী। ওই গৃহবধূর তিন ছেলে ও দুই মেয়ের রয়েছে। এদিকে তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। বুধবার সকালে নিহতের পরিবার ও পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, হেলানা তার বাড়ির পাশের একটি বাগানে মঙ্গলবার দুপুরের দিকে পাকা তাল কুড়াতে যান। এ সময় একটি বিষধর সাপ এসে তার পায়ে ছোবল দেয়। পরে মঙ্গলবার বিকালের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে এক স্থানীয় ওঝার কাছে নিয়ে ঝাঁড়ফুক করানো হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে তার অবস্থা বেগতিক দেখে স্বজনরা চিকিৎসার জন্য কালকিনি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ডাসার এলাকার প্রতিবেশী রাকিবুল জানান, তাল কুড়াতে গিয়ে সাপের কামড়ে হেলেনার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে ডাসার ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ জানান, সাপে কামড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে বিষয়টি জেনেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম