ময়মনসিংহে এমপি ও আ.লীগ নেতাদের বাসভবন ভাঙচুর-আগুন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:৫৭ পিএম
শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর থেকেই সোমবার বিক্ষুব্ধরা নগরীর পন্ডিতপাড়া এলাকায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের বাস ভবন ও সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর বাস ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
লীবাড়ি কবরখানা এলাকায় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর বাসায় ভাংচুর ও লুটপাট করে বিক্ষুব্ধরা। আঠারবাড়ি বিল্ডিং এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, নগরীর নাহা রোডে মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশের আহমেদ অনি ও জেলা প্রশাসকের বাসায় ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করে।
সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠান আজাদ ফুটওয়্যারের দুইটি দোকানে ভাংচুর ও লুটপাট করতে দেখা যায়। এছাড়া নগরীর শিববাড়ি রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর, সার্কিট হাউসসংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর, রাইফেলস ক্লাব ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকটি বাসায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে।