
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ এএম
ভারতে যাওয়ার সময় রাসিকের হিসাবরক্ষক আটক

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৯:১৪ পিএম

আরও পড়ুন
ভারতে যাওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাবরক্ষক নিজামুল হোদাকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আইসিপি সংলগ্ন এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করেছেন।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিজামুল হোদা ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে আটক করা হয়। তার কাছ থেকে ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ করা হয়েছে। নিজামুল হোদা রাজশাহী মহানগরীর সপুরা এলাকার বাসিন্দা বলে বিজিবি জানিয়েছে। তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে তা পরে জানানো হবে।