Logo
Logo
×

সারাদেশ

আমতলীতে বঙ্গবন্ধুর ম্যুরালসহ ১০ স্থাপনা ভাঙচুর

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:৩৯ পিএম

আমতলীতে বঙ্গবন্ধুর ম্যুরালসহ ১০ স্থাপনা ভাঙচুর

আমতলীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। 

পরে তারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের বাসভবন, শহীদুল ইসলাম মৃধার বাসভবনে আগুন, বরগুনা মহিলা এমপির কার্যালয়, চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খানের অস্থায়ী কার্যালয়, পৌরসভা কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে আগুন ও ভাঙচুর করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র মতিয়ার রহমান এমন অভিযোগ করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবরের পরপরই আমতলী উপজেলা বিএনপি সদস্য সচিব তুহিন মৃধা, যুবদল যুগ্ম আহবায়ক মেহেদী জাহান রাকিব, সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার ও তরিকুল ইসলাম টারজানের নেতৃত্বে বিএনপি-জামায়াত নেতাকর্মী ও আন্দোলনকারী ছাত্ররা বিজয় মিছিল বের করেন। ওই মিছিলের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের বাসভবনে এবং হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার বাসভবনে আগুন দেয়। 

পরে তারা বরগুনা মহিলা এমপি ফারজানা সুমির কার্যালয়, আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল, চাওড়া ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাদল খানের কার্যালয়, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলামের কার্যালয়, যুবলীগ অফিস ও পৌরসভা কার্যালয় ভাঙচুর করেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারী ও বিএনপি-জামায়াত শিবির নেতাকর্মীরা উপজেলা সড়কের বিভিন্ন স্থানে মিছিল করছে। 

অপরদিকে তালতলী উপজেলা আওয়ামী লীগ অফিস, ছোটবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনুর অস্থায়ী কার্যালয় এবং শ্রমিক লীগ অফিস ভাঙচুর করেছে। 
আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, আমার বাসভবনে আগুন, দলীয় কার্যালয় ভাঙচুরসহ বেশ কিছু ভবনে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে।

আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মেহেদী জামান রাকিব বলেন, বিএনপি-জামায়াত নেতাকর্মীরা শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে আনন্দ মিছিল করেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ছাত্র ও জনতা শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল করেছে; কিন্তু আগুন ও ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ অফিযোগ দেয়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম