Logo
Logo
×

সারাদেশ

বাবুবাজার ও পোস্তগোলা সেতু দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০১:৫৯ পিএম

বাবুবাজার ও পোস্তগোলা সেতু দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না

‘মার্চ টু ঢাকাকে’ কেন্দ্র করে রাজধানীতে ঢোকার অন্যতম প্রবেশমুখ বাবুবাজার সেতু ও পোস্তগোলা সেতুর উভয় প্রান্তে বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। জরুরি কাজ ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। মোটরসাইকেল সিএনজিচালিত অটোরিকশা ঘুরিয়ে ফেরত পাঠানো হচ্ছে। তবে পায়ে হেঁটে অনেককেই সেতু পাড়ি দিতে দেখা গেছে। 

পুলিশের পাশাপাশি এসব জায়গায় অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। লাঠিসোটার পাশাপাশি এ সময় অনেকের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।

এদিকে সরেজমিন ঘুরে দেখা যায়, বুড়িগঙ্গা নদীর বেশির ভাগ খেয়াঘাট দিয়ে নৌকা চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়ক ফাঁকা। মাঝে মধ্যে সাইরেন বাজিয়ে চলছে অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম বলেন, নৈরাজ্যকারীদের অপতৎপরতা রুখতে আমরা বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছি। 

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, আমরা জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করছি। যেহেতু কারফিউ চলছে, জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম