গোলাপগঞ্জে কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৯:৩২ পিএম
![গোলাপগঞ্জে কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের ঘোষণা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/08/02/image-833225-1722612693.jpg)
সিলেটের গোলাপগঞ্জে এবার এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করে এ ঘোষণা দেন ২০২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা।
এদিন সাহেদ আহমদ নামে এক পরীক্ষার্থী তার ফেসবুক আইডিতে ‘জরুরি নোটিশ’ শিরোনামে একটি পোষ্ট করে এ পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়।
ওই নোটিশে বলা হয়, আমরা ২০২৪ সালের ঢাকা দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। কোটা আন্দোলনে অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থীসহ সব শিক্ষার্থীদের মুক্তি না দিলে ২০২৪ ব্যাচের সিলেট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করবনা।
এর আগে উপজেলার সরকারি এমসি অ্যাকাডেমির এইচএসসি পরীক্ষার্থীরা ফেসবুক পোস্টে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন।