Logo
Logo
×

সারাদেশ

বরিশালে শিক্ষার্থীদের গণমিছিল

Icon

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম

বরিশালে শিক্ষার্থীদের গণমিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বরিশালের শিক্ষার্থীরা গণমিছিল শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থান নিয়ে ২ ঘণ্টা বিক্ষোভ করেছেন। শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। 

এর আগে বিএম কলেজের সামনে থেকে গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলে শিক্ষার্থীরা যান চলাচল স্বাভাবিকে কাজ করেন। 

শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
 
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এখন তারা বিএম কলেজের দিকে চলে গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম