সংগ্রাম করে দেশ রক্ষা করুন: নেতাকর্মীদের টুসি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০৯:৫৭ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি বলেছেন, কোটা আন্দোলনের ওপর ভর করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে দেশ রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ুন।
তিনি বলেন, এই মুহূর্তে আওয়ামী লীগকে রক্ষা করতে এবং দেশ বাঁচাতে নেতাকর্মীদের সংগ্রামের কোনো বিকল্প নেই। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দল এবং দেশ রক্ষার সংগ্রামে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের নামে দেশের কোমলমতি শিশু শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে তাদের সর্বনাশ করা হচ্ছে।
এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার জন্য অনুরোধ করে তিনি বলেন, আপনার সন্তানকে ঘরে রাখুন নিরাপদে রাখুন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ হলে পাঠদানে মনোযোগী করুন।
বুধবার বিকালে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দুটি রাস্তার উন্নয়ন কাজে উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আমজাদ হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজগর, আরিফুল ইসলাম সরকার, মোস্তফা কামাল, জুনায়েদ হাবিব রুবেল প্রমুখ।