ভৈরবে নাশকতার মামলায় গ্রেফতার ২৬
ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৭:৪৮ পিএম
কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ভৈরবে একাধিক মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে।
মামলায় উপজেলা ও পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, হাজি শাহিন ও মুজিবুরসহ দলের ১৬১ জনকে এজাহারভুক্ত আসামি করা হলেও আসামিরা এখন আত্মগোপনে। পুলিশ তাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে।
গত শুক্রবার কোটা আন্দোলনের নামে বিএনপি জামায়াতের দুষ্কৃতকারীরা থানা পুলিশ বক্স ও উপজেলা ভবন, ট্রেনের বগি ভাঙচুর করে। ট্রেন ভাঙচুরের ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় ও অন্যান্য ঘটনায় ভৈরব থানায় ১৬১ জনের নাম উল্লেখ করে হাজারের মতো অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।
ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, শুক্রবারের ঘটনায় একাধিক মামলা হলে নাশকতাকারীরা পালিয়েছেন। এখন তারা আত্মগোপনে থাকায় তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না। তবে পুলিশ এলাকায় অভিযান চালিয়েছে।