নাশকতা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০১:৫৪ পিএম
ময়মনসিংহে কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে গৌরীপুরে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরে পৌরশহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন। তিনি জানান, তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই শনিবার ৩ জন নিহত হন। পুলিশসহ আহত হন ৩০ জন। ওইদিন পুলিশের ওপর হামলা, নাশকতা ও পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৬৪ জনের নাম উল্লেখ করে ৫শ থেকে ৬শ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পুলিশ মামলা করে।
এ মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে ১নং আসামি করা হয়। এছাড়াও ৩ জন নিহতের ঘটনায় আরও একটি মামলা করেন গৌরীপুর থানা এসআই মো. শফিকুল আলম। ওই মামলায় ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, এ মামলায় তায়েবুর রহমান হিরণসহ আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শাহ আলম, ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ, তারা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন ও নন্দীগ্রামের আব্দুল কদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম।