Logo
Logo
×

সারাদেশ

কারফিউ শিথিল থাকায় ময়মনসিংহে জনজীবন স্বাভাবিক, গ্রেফতার ৯

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৮:০৭ পিএম

কারফিউ শিথিল থাকায় ময়মনসিংহে জনজীবন স্বাভাবিক, গ্রেফতার ৯

ময়মনসিংহে দুই দিন ধরে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও ব্যাংক-বীমা বন্ধ থাকায় নগরীর রাস্তাঘাট ছিল ফাঁকা। 

জেলা ও আন্তঃজেলা সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। মাসকান্দা আন্তঃজেলা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাসস্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজের মোড় বাসস্ট্যান্ড থেকে কমসংখ্যক দূরপাল্লার যানবাহন চলাচল করেছে। 

অন্যদিকে পণ্য পরিবহণ ও সরবরাহ স্বাভাবিক; নগরীর পাইকারি ও খুচরা বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় বিভিন্ন থানায় দেওয়া নাশকতার ১৫ মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, নাশকতার মামলায় আসামিদের গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম