বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবি, দুজনের লাশ উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৩:২৮ পিএম
পিকনিক শেষে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে লাশ দুটি ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন।
উদ্ধার দু’জন হলেন- সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও একই উপজেলার উত্তর কাউন্নরা গ্রামের মৃত সেলিমের ছেলে স্কুলছাত্র রাসেল (১৪)।
জানা গেছে, মঙ্গলবার সাটুরিয়ার গোলড়া কামতা এলাকার ৬০ জন স্থানীয় বাসিন্দা নৌকা যোগে যমুনা সেতু এলাকায় পিকনিকে যান। পিকনিক থেকে ফেরার পথে রাত ১২ টার দিকে ঘিওর উপজেলার কুসুন্ডা এলাকার ধলেশ্বরী নদীতে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে যাত্রীবাহী ওই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫৮ জন সাঁতরে নদীর তীর উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হয়। ট্রলার ডুবে যাওয়ার সময় প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেন মিলন হোসেন। পরে সাঁতরে নদীর তীর ওঠার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
মৃত মিলন হোসেন (১৫) সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের সাহেব আলীর ছেলে। সে উপজেলার জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মঙ্গলবার রাতে পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় ওই দিনই মিলন নামে একজন মারা যান। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিখোঁজ দুইজনের লাশ ভেসে ওঠে। নিহতদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।