Logo
Logo
×

সারাদেশ

সিংড়ায় পৌর কাউন্সিলরের দুই হাত ভাঙলেন দলীয় কর্মীরা 

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি 

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম

সিংড়ায় পৌর কাউন্সিলরের দুই হাত ভাঙলেন দলীয় কর্মীরা 

নাটোরের সিংড়ায় পৌর কাউন্সিলরের কার্যালয় ভাঙচুরের ৪৮ ঘণ্টা না পেরোতেই এবার সেই কাউন্সিলর মিজানুর রহমানের (৩৬) দুই হাত ভেঙে দিলেন নিজ দলের কর্মীরা। 
বুধবার রাত ৯টায় সিংড়া পৌর শহরের দমদমা স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ কর্মী বেলাল হোসেন ও রাকিবের নেতৃত্বে ৮-১০ জন লোহার রড দিয়ে হাত, পা ও মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন। 

এর আগে সোমবার রাত সাড়ে ১০টায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে উত্তর দমদমা এলাকায় একটি সালিশবৈঠকে দুপক্ষের সংঘর্ষে পাঁচ যুবক ছুরিকাঘাতে আহত হন। এ সময় ভাঙচুর করা হয় ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের কার্যালয় এবং খড়ের পালায় আগুন দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় পৌর কাউন্সিলরের হাত-পা ভেঙে দেওয়ারও আলটিমেটাম দেওয়া হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, পৌর কাউন্সিলরের হাত-পা ও মাথায় আঘাত রয়েছে। এর মধ্যে মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। আর দুই হাতের চার জায়গায় ভাঙা পাওয়া গেছে। 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, এলাকায় পুলিশি টহল রাখা হয়েছে। রাতেই তিনি ও অতিরিক্ত পুলিশ সুপার সিংড়া সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ হাতে পেলেই গ্রেফতারে অভিযান চালানো হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম