Logo
Logo
×

সারাদেশ

কিশোরীকে যৌন হয়রানীর দায়ে এরিয়া ম্যানেজারকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৫:০৫ এএম

কিশোরীকে যৌন হয়রানীর দায়ে এরিয়া ম্যানেজারকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

প্রতীকী ছবি

কিশোরীকে যৌন হয়রানীর দায়ে একটি খাদ্য বিপণনকারী প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজারকে অর্ধ লক্ষ (৫০ হাজার) টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক। 

বুধবার (২৪ জুলাই) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহার নিগার তনুর ভ্রাম্যমান আদালত ওই অর্থদণ্ড রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম আল আমিন (৩২)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি পৌর শহরের তুলাতুলি পাড়ার বাচ্চু মিয়ার ছেলে। 

বুধবার রাতে দোয়ারাবাজার থানার ওসি বদরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, আল-আমিন দোয়ারাবাজার উপজেলার আজমপুর খেয়াঘাটে এক কিশোরীকে যৌন হয়রানী করে। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় জনতা ধাওয়া করে আল আমিনকে আটক করেন। এরপর জেলা গোয়েন্দা সংস্থার একজন এসআই আল-আমিনকে তাৎক্ষণিক দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত হাজির করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক আল-আমিনকে অর্ধ লক্ষ (৫০ হাজার) টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম