Logo
Logo
×

সারাদেশ

কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Icon

দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৬:৩৯ পিএম

কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ছবি: যুগান্তর

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে হাবিপ্রবির প্রধান ফটকে শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য এ আন্দোলন করেন।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন দিনাজপুর-রংপুর মহাসড়কে মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ১নং এবং ২নং ফটক প্রদক্ষিণ করে।

‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, 'মেধা যার মেধা যার, চাকরি তার চাকরি তার', 'চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার'- এসব স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের সম্মুখ মহাসড়ক।  

মিছিল শেষে শিক্ষার্থীরা প্রধান ফটক সংলগ্ন বটগাছের নিচে অবস্থান করে মহাসড়ক অবরোধ করলে প্রায় আধা ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। 

পরে ঘটনাস্থলে পুলিশ এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশের সঙ্গে কথা বলা শেষে আবারও মহাসড়ক প্রদক্ষিণ করে দুপুর সাড়ে ১২টায় মিছিলটি শেষ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, যতদিন কোটার সঠিক সংস্কার না হবে, ততদিন তাদের আন্দোলন চলবে। আমরা বৈষম্য কখনই মেনে নেব না। আমরা চাই সবাই মেধার সঠিক প্রয়োগ করে চাকরি করুক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম