বাথরুমের উপরে নারীর গলাকাটা লাশ, ঢাকায় উদ্ধার আরও ৩
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৮:৩৯ পিএম
![বাথরুমের উপরে নারীর গলাকাটা লাশ, ঢাকায় উদ্ধার আরও ৩](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/14/image-828073-1720967987.jpg)
বাথরুমের উপরে নারীর গলাকাটা লাশসহ ঢাকা উত্তরের দুই উপজেলা থেকে একই দিন ৪টি লাশ উদ্ধার করেছে সাভার, আশুলিয়া ও ধামরাই থানার পুলিশ। শনিবার রাত ও রোববার লাশগুলো উদ্ধার করা হয়।
শানবার দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাড়ির ছাদে যায় কয়েকজন ভাড়াটিয়া। এ সময় তারা বিকট দুর্গন্ধ পেলে বিষয়টি বাড়ির মালিককে অবগত করে। পরে বাড়ির মালিক আলমগীর হোসেন আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বদ্ধ কক্ষের গোসলখানা থেকে নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, শনিবার দিবাগত মধ্যরাতে একজন নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি কারখানার আকলিমা বেগম নামের এক সুইং অপারেটরের শ্রমিক আইডি কার্ড উদ্ধার করা হয়। কার্ডটি নিহতেরই কিনা এ বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। পাশাপাশি পলাতক আমিনুল ইসলামকে খুঁজতে মাঠে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।
অপরদিকে আশুলিয়ার ইউনিক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া রোববার সকালে সাভারের আমিনবাজার থেকে এক বৃদ্ধ ও ধামরাই ফুডনগর এলাকার একটি বাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট থানা সূত্র জানায়, লাশ তিনটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।